Ma by Nobel Man – মা by নোবেল ম্যান Song Lyrics

Ma song lyrics nobel man

মা লিরিক্স by নোবেল ম্যান

মা গানটি Cop Creation ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এটি গেয়েছেন নোবেল ম্যান। গানটির লিরিক্স লিখেছেন Nadim Bhuiyan।এরকম আরও গানের লিরিক্স পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের এই topthingbd ওয়েবসাইটে সবসময় নতুন নতুন গানের লিরিক্স পাবেন।

Ma song by Nobel Man details

Below given details of Ma song by Nobel Man.

Name: Ma
Singer: Nobel Man
Lyrics: Nadim Bhuiyan
Music: Nadim Bhuiyan
Label: Cop Creation

Ma song Whole lyrics in Bangla

কেমন করে তোমায় ছেড়ে যাবো বলো মা 

শপথ করেছি মাতৃভূমির জায়গা ছাড়বো না

তোমার গর্ভে জন্মেছি মা হেঁটেছি হাতটি ধরে 

ছোট্ট আমাকে গড়েছো গো মা অনেক যত্ন করে। 

তোমায় ছেড়ে যেতে হবে মা 

ও মা আমার মা 

আমি তোমার সে খোকন সোনা

ও মা আমার মা 

আমি তোমার সে খোকন সোনা। 

আঘাত পেলে মা গো তোমায় ডেকে উঠি 

তোমার কায়ার ছায়া যে আমি

বলে খোকন সোনা হাত দুটো ছাড়তে না

জড়িয়ে নিতে তুমি মা গো আমায়। 

তোমার মতো করে কেউ ভালোবাসে না 

খোকা বলে কেউ ডাকে না 

ও মা আমার মা 

আমি তোমার সে খোকন সোনা

ও মা আমার মা 

আমি তোমার সে খোকন সোনা। 

পৃথিবীর এই আলো দেখালে মা তুমি 

মুখের বুলি দিয়েছো আমায়

বুকের তাজা রক্ত দিয়ে মা গো রাখবো 

এদেশ আমার মায়েরই সমান। 

সবুজ ছায়া ঘেরা কত যে অপরূপা 

বুকে রাখি দেশ মাটি মা 

ও মা আমার মা 

আমি তোমার সে খোকন সোনা

ও মা আমার মা 

আমি তোমার সে খোকন সোনা।

Ma by Nobel Man lyrics bangla

মা এই গানটি produced করেছে Rajnahar & Sunny. এই গানটির সম্পূর্ণ ভিডিও ক্লিপসহ ইউটিউবে আপলোড করা হয়েছে। যেই চ্যানেলে আপলোড করা হয়েছে সেই চ্যানেলটির নাম হচ্ছে Cop Creation. ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত গানটির সম্পূর্ণ ভিডিও। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করবেন মা song video নোবেল ম্যান, Ma song video, মা গানের ভিডিও, মা গান নোবেল ম্যান। তাহলেই পেয়ে যাবেন মিউজিক ভিডিওটি।

Ma Lyrics in Bangla

kemon kore tomay chere jabo bolo maa

Shopoth korechi matribhumir jaayga charbo na

Tomar gorbhe jonmechi maa hetechi haati dhore

Chotto amake gorecho go maa onek jotno kore.

Tomay chere jete hobe maa

O maa amar maa

Ami tomar se kokhon sona

Aghat pele maa go tomay deke uthi

Tomar kayar chaya je ami

Bole khokon sona haat duto charte na

Joriye nite tumi maa go amay.

Tomar moto kore keu valobashe na

Khoka bole keu daake na.

মা গানের মিউজিক ভিডিও

আপনি ইউটিউবে না গিয়েও গানটি দেখতে পারবেন। এখানে আমি নোবেল ম্যান এর মা গানটি embed করে দিবো। তারপর আপনি আমাদের এই সাইটেই মিউজিক ভিডিওটি দেখতে পাবেন। নিচে মা গানটির embed ভিডিওটি দেওয়া হলো।

FAQ

Q1: মা গানটি কে গেয়েছে?

Ans: মা গানটি গেয়েছে নোবেল ম্যান।

Q2: মা গান কে নির্মাণ করেছে?

Ans: মা গানটি নির্মাণ করেছে Rajnahar & Sunny।

Q3: মা গানটি কোন চ্যানেলে আপলোড করা হয়েছে?

Ans: মা গানটি যেই চ্যানেল আপলোড করা হয়েছে সেটির নাম হচ্ছে Cop Creation।

Q4: When uploaded the song Ma song in youtube?

Ans: The time of upload Ma song 6 Jan 2023.

Q5: Where i can find the Ma song lyrics?

Ans: You will find on topthingbd.com website in Google.

Read Also:

(Visited 11 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *