Mayay Porechi (মায়ায় পড়েছি) by Saju Ahmed Lyrics

Mayay porechi

মায়ায় পড়েছি লিরিক্স by সাজু আহমেদ

মায়ায় পড়েছি গানটি G Series Music ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এটি গেয়েছেন সাজু আহমেদ। গানটির লিরিক্স লিখেছেন Saju Ahmed।এরকম আরও গানের লিরিক্স পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের এই topthingbd ওয়েবসাইটে সবসময় নতুন নতুন গানের লিরিক্স পাবেন।

Mayay Porechi song by Saju Ahmed details

Below given details of Mayay Porechi song by Saju Ahmed.

Name: Mayay Porechi
Singer: Saju Ahmed
Lyrics: Saju Ahmed
Music: Tofy Rener
Label:G Series Music

Mayay Porechi song Whole lyrics in Bangla

তোমার বাড়ির রাস্তাটার মায়াই পরেছি

তোমার বাড়ির ফুলগাছটার মায়াই পরেছি

তোমার বাড়ির গেটের আমি মায়াই পরেছি

তোমার বাড়ির জানালার মায়ায় পরেছি

এই ভেবনা তোমার বাবার ধনের লোভে পরেছি

হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি

তোমার বাড়ির ছাদের আমি মায়ায় পরেছি

তোমার বাড়ির বারান্দার মায়ায় পরেছি

তোমার পরার টেবিলের মায়ায় পরেছি

তোমার বাড়ির ময়না পাখির মায়ায় পরেছি

এই ভেবনা তোমার বাবার ধনের লোভে পরেছি

হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি

তোমার বাকা ঠোটের হাসির মায়ায় পরেছি

তোমার কাজল কালো চোখের মায়ায় পরেছি

তোমার চুলের গন্ধের মায়ায় পরেছি

তোমার সুন্দর নাকের আমি মায়া পরেছি

এই ভেবনা তোমার কায়ার মায়ার লোভে পরেছি

হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি

তোমার হেলেদোলে চলার মায়ায় পরেছি

তোমার চোখের চাহনির মায়ায় পরেছি

তোমার এলো কেশের আমি মায়ায় পরেছি

তোমার মুখের মিষ্ট কাথার মায়ায় পরেছি

এই ভেবনা তোমার কায়ার মায়ার লোভে পরেছি

হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি

তোমার লাল দোপাট্টার মায়ায় পরেছি

তোমার ঐ কপলের টিপের মায়ায় পরেছি

তোমার পায়ের নুপুরের মায়ায় পরেছি

তোমার নাকের নুলকের মায়ায় পরেছি

এই ভেবনা শুধূ অলংকারের মায়ার লোভে পরেছি

হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি

তোমার আলতা রাঙ্গা পায়ের মায়ায় পরেছি

তোমার কানের ঝোমকু দুলের মায়ায় পরেছি

তোমার হাতের চোরির আমি মায়ায় পরেছি

তোমার গলার মালার আমি মায়ায় পরেছি

এই ভেবনা শুধূ অলংকারের মায়ায় পরেছি

হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি

তোমার বাড়ির রাস্তাটার মায়াই পরেছি

তোমার বাড়ির ফুলগাছটার মায়াই পরেছি

তোমার বাড়ির গেটের আমি মায়াই পরেছি

তোমার বাড়ির জানালার মায়ায় পরেছি

এই ভেবনা তোমার বাবার ধনের লোভে পরেছি

হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি

Mayay Porechi by Saju Ahmed lyrics bangla

মায়ায় পড়েছি এই গানটি produced করেছে G Series Music. এই গানটির সম্পূর্ণ ভিডিও ক্লিপসহ ইউটিউবে আপলোড করা হয়েছে। যেই চ্যানেলে আপলোড করা হয়েছে সেই চ্যানেলটির নাম হচ্ছে G Series Music. ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত গানটির সম্পূর্ণ ভিডিও। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করবেন মায়ায় পড়েছি song video সাজু আহমেদ, Mayay Porechi song video, মায়ায় পড়েছি গানের ভিডিও, মায়ায় পড়েছি গান সাজু আহমেদ। তাহলেই পেয়ে যাবেন মিউজিক ভিডিওটি।

Mayay Porechi Lyrics in English

I am enchanted by the road of your house

 I am enchanted by the flowers of your house

 I am enchanted by the gate of your house

 I fell in love with the window of your house

 I am greedy for your father’s wealth

 Oh, oh, oh, oh, oh, I love you

 I am enchanted by the roof of your house

 I fell in love with the balcony of your house

 I fell in love with your dressing table

 I am enchanted by the birds of your house

 I am greedy for your father’s wealth

 Oh, oh, oh, oh, oh, I love you

 I am enchanted by your smile

 I am wearing your kajal black eyes

 I am enchanted by the smell of your hair

 I am in love with your beautiful nose

 I have fallen in love with your cowardice

 Oh, oh, oh, oh, oh, I love you

 I fell in love with your movement

 I am in love with your eyes

 I am in love with your hair

 I am enchanted by the sweet words of your mouth

 I have fallen in love with your cowardice

 Oh, oh, oh, oh, oh, I love you

 I am wearing your red dupatta

 I fell under the illusion of your couple’s tip

 I am in love with the beauty of your feet

 I fell in love with the tip of your nose

 I have fallen in love with the illusion of pure ornamentation

 Oh, oh, oh, oh, oh, I love you

 I fell in love with your soft colored feet

 I am in love with your earrings

 I am enchanted by the theft of your hand

 I am enchanted by your necklace

 I am wearing this thought purely under the illusion of decoration

 Oh, oh, oh, oh, oh, I love you

 I am enchanted by the road of your house

 I am enchanted by the flowers of your house

 I am enchanted by the gate of your house

 I fell in love with the window of your house

 I am greedy for your father’s wealth

 Oh, oh, oh, oh, oh, I love you

মায়ায় পড়েছি গানের মিউজিক ভিডিও

আপনি ইউটিউবে না গিয়েও গানটি দেখতে পারবেন। এখানে আমি সাজু আহমেদ এর মায়ায় পড়েছি গানটি embed করে দিবো। তারপর আপনি আমাদের এই সাইটেই মিউজিক ভিডিওটি দেখতে পাবেন। নিচে মায়ায় পড়েছি গানটির embed ভিডিওটি দেওয়া হলো।

FAQ

Q1: মায়ায় পড়েছি গানটি কে গেয়েছে?

Ans: মায়ায় পড়েছি গানটি গেয়েছে সাজু আহমেদ।

Q2: মায়ায় পড়েছি গান কে নির্মাণ করেছে?

Ans: মায়ায় পড়েছি গানটি নির্মাণ করেছে G Series Music।

Q3: মায়ায় পড়েছি গানটি কোন চ্যানেলে আপলোড করা হয়েছে?

Ans: মায়ায় পড়েছি গানটি যেই চ্যানেল আপলোড করা হয়েছে সেটির নাম হচ্ছে G Series Music।

Q4: When uploaded the song Mayay Porechi song in youtube?

Ans: The time of upload Mayay Porechi song 27 Sep 2017.

Q5: Where i can find the Mayay Porechi song lyrics?

Ans: You will find on topthingbd.com website in Google.

Read Also:

(Visited 4 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *