
‘নদী ভরা ঢেউ’ গানের লিরিক্স – বাউল গান
Song Name : Nodi Vora Deu
Singer : Pushpita Mitra
Lyrics : Bhoba Pagla
Tune : Bhoba Pagla
Cast : Pushpita Mitra
Label : Protune
‘Nodi Vora Deu by Pushpita’ Song Lyrics in Bangla
“নদী ভরা ঢেউ” পুষ্পিতা মিত্রের গান। তিনি বাংলাদেশের অন্যতম একজন কন্ঠ শিল্পী। তার এই গানটি ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন। যেই চ্যানেলটিতে আপলোড করেছেন সেটির নাম Protune।। পুষ্পিতা মিত্র তার এই গানটি কভার করেছেন ইউটিউব চ্যানেলটিতে। এই গানটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
‘Nodi Vora Deu’ Song Lyrics
নদী ভরা ঢেউ, বোঝ নাতো কেউ
কেন নিজে তরী, বাও বাও বাও রে
নদী ভরা ঢেউ, বোঝ নাতো কেউ
কেন নিজে তরী, বাও বাও বাও রে
নদী ভরা ঢেউ
ভরসা করি এ ভব কাণ্ডারী,
হালটি ছাড়িয়া এখন দাও দাও দাও রে
নদী ভরা ঢেউ, বোঝ নাতো কেউ
কেন নিজে তরী বাও বাও বাও রে
নদী ভরা ঢেউ।
বাইতে জাননা কেন ধরো হাল,
মন মাঝি রে তুই বড়োই মাতাল
বাইতে জাননা কেন ধরো হাল,
মন মাঝি রে তুই বড়োই মাতাল
বুঝিয়ে বলো তারে, যেতে হবে ওই পারে
বুঝিয়ে বলো তারে, যেতে হবে ওই পারে,
অবেলার বেলা পানে চাও চাও চাও রে।
নদী ভরা ঢেউ, বোঝ নাতো কেউ
কেন নিজের তরী বাও বাও বাও রে
নদী ভরা ঢেউ।
বাইতে ছিলো তরী পাগলা ভবা,
ভাঙা তরী জলে ডোবা ডোবা
বাইতে ছিলো তরী পাগলা ভবা,
ভাঙা তরী জলে ডোবা ডোবা
চুবানি খেয়ে ধরেছে পায়ে
চুবানি খেয়ে ধরেছে পায়ে,
ওহে কাণ্ডারি আমায় বাঁচাও বাঁচাও রে
নদী ভরা ঢেউ, বোঝ নাতো কেউ
কেন নিজে তরী বাও বাও বাও রে
নদী ভরা ঢেউ।।
‘Nodi Vora Deu’ Song Lyrics by Pushpita Mitra
Nodi vora dew, bujo nato kew
Keno nije tori, baw baw baw re
Nodi vora dew, bujo nato kew
Keno nije tori, baw baw baw re
Nodi vora dew
Vorosa kori e vobo kandari
Halti chariya ekhon daw daw daw re
Nodi vora dew, bujo nato kew
Keno nije tori, baw baw baw re
Nodi vora dew