NoTheZus biography |
No The Zus নামটা কিন্তু খুবই চেনা চেনা লাগতেছে তাই না। হ্যাঁ লাগবেই তো কারণ এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি রোস্টিং চ্যানেল এর নাম। ইউটিউব চ্যানেলটিতে আমরা সবসময় রোস্টিং ভিডিও দেখতে পায়। আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাদেরকে সাথে শেয়ার করব No The Zus এর জীবন কাহিনী। এককথায় বলতে পারেন বায়োগ্রাফি। ইন্টারনেট থেকে যতটুকু আমি সংগ্রহ করতে পেরেছি ততটুকুই আমি আপনাদের সাথে ডিটেইলস এ আলোচনা করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগে এই আর্টিকেলটি।
No The Zus কে?
অনেকে হয়তো চিন্তা করতেছেন যে আরে এই No The Zus এটা আবার কে। তাদেরকে বলছি No The Zus হচ্ছে একটি ইউটিউব চ্যানেল। আর এই ইউটিউব চ্যানেলের মধ্যে সবসময় রোস্টিং কনটেন্ট আপলোড করে থাকেন চ্যানেলের মালিক। আপনি যদি এই চ্যানেলটিকে এখনো না চিনে থাকেন তাহলে এখনই ইউটিউবে গিয়ে সার্চ দিন No The Zus তারপর যে ইউটিউব চ্যানেলটি পাবেন সেটিই হচ্ছে উনার চ্যানেল। উনার এই ভিডিওগুলোতে এখন বর্তমানে মানুষকে রোস্টিং হিসেবে ব্যবহার করে থাকেন।
No The Zus এর শিক্ষাগত যোগ্যতা ও তার ঠিকানা?
No The Zus এর একটি ইউটিউব ভিডিওতে বলেছিলেন যে সোনার বর্তমান এর বাড়ি হচ্ছে ঢাকা। তিনি ঢাকার মধ্যে থাকেন কিন্তু ঢাকা কোন জায়গায় থাকেন তিনি এটা এখনও জানা হয়নি। এবং তার গ্রামের বাড়ি হচ্ছে লক্ষীপুরের মুরাদপুর এ অবস্থিত। তিনি ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করেন। এখন বর্তমানে লকডাউন এর কারণে তিনি গ্রামে বেড়াতে গিয়ে আর আসতে পারে নাই এখন বর্তমানে তিনি গ্রামেই আছেন।
তিনি তার qna ভিডিওতে তার কলেজ লাইফের সম্পর্কেও বলেছে। তিনি নাকি ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ালেখা করেছেন। আর পরবর্তীতে তিনি ভার্সিটিতে ভর্তি হয়েছে কিনা তা জানাননি। তো আমরা ধরে নেই যে তিনি ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্তই পড়ালেখা করেছেন এখন আর পড়ালেখা করছেন না। তিনি তার মাধ্যমিক লাইফ গ্রামে থেকেই করেছেন আর উচ্চমাধ্যমিক ঢাকায় এসে শেষ করেছেন। যেহেতু তিনি ইউটিউবিং করছেন তাই পড়ালেখার প্রতি তার কোন ইন্টারেস্ট নাই এখন।
No The Zus এর বয়স এবং তার পরিবার?
No The Zus এর বর্তমান বয়স 23 বছর। তাকে দেখলে বোঝা যায় না যে তার এখন 23 বছর হয়ে গেছে। কিন্তু তার কিন্তু আসলেই 23 বছর। তিনি তার q&a ভিডিওতে বলেছিলেন তার নাকি এখন 22 বছর শেষের দিকে আছে তোমার সেই প্রেক্ষিতে এখন বর্তমানে তার 23 বছর হয়ে গেছে।
তার পরিবারে কে কে আছে? No The Zus এর পরিবারে রয়েছে তার বাবা-মা এবং দুই বোন দুই ভাই। তার ছোট দুই ভাই বর্তমানে পড়ালেখা করতেছেন। এবং বড় এক বোন এর বিয়ে হয়ে গেছে আরেক বোন কলেজ রত অবস্থায় আছে। বর্তমানে তারা সহ পরিবারে ঢাকায় বসবাস করছে।
অনেকেই জানতে চাচ্ছেন যে তিনি রিলেশন করেন কিনা। তিনি বর্তমানে একজনের সাথে রিলেশন করেন তার নামটা এখনও উল্লেখ করেনি। উনি বলছেন যে ভবিষ্যতে তাকেই বিয়ে করবেন। তাদের পরিচয় হয়েছিল কলেজ লাইফে সেখান থেকেই তাদের প্রেমের আলাপ শুরু। এখন বর্তমানে তারা একে অপরকে বিয়ে করার জন্য সহপরিবার সহ প্রস্তুত।
No The Zus এর মাসিক আয়?
তিনি প্রতি মাসে 30 হাজার থেকে 40 হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন। যেহেতু তার চ্যানেলে ভিউজ তেমন একটা বেশি নয় তাছাড়া তিনি চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড দেন না তাই তার ইনকাম এত কম। তাছাড়া তিনি তেমন একটা স্পন্সরও পায়না। এই মাঝে মাঝে দুই একটা পায় আরকি। তো তার এই ইনকাম সোর্সটি নেওয়া হয়েছে সোশ্যাল ব্লাড অ্যাকাউন্ট থেকে। আপনিও চাইলে সোশ্যাল ব্লাড এ গিয়ে তার ইউটিউব চ্যানেল লিংকটি সার্চ দিয়ে দেখতে পারেন।
তার ইউটিউব চ্যানেলের স্ট্যাটাস?
বর্তমানে NoTheZus এর ইউটিউব সাবস্ক্রাইবার হচ্ছে 2 লক্ষ 2 হাজার জন। তিনি মাত্র 79 টি ভিডিও আপলোড করেছেন তার চ্যানেলে। আরে 79 টি ভিডিওর মধ্যে তিনি দুই লক্ষের উপরে সাবস্ক্রাইবার অর্জন করেছেন। তার চ্যানেলের বর্তমান ভিউজ হচ্ছে প্রায় উনার 90 লক্ষের মতো।
NoTheZus এর সর্বোচ্চ ভিউস পাওয়া ভিডিও?
NoTheZus এর সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও যেটি এটি নিচে দেওয়া হল। আপনারা দেখে নিতে পারবেন এখনই। তার এই সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিওটির মধ্যে বর্তমানে সাত লক্ষ নব্বই হাজার ভিউস পেয়েছে। আরে টিতে লাইক রয়েছে 47 হাজার এর উপর। ভিডিওটি তিনি তৈরি করেছেন তাহেরীকে রোস্ট করে। আরে রোস্ট ভিডিওটি আজকে তার চ্যানেলের অন্যতম একটি ভাইরাল হওয়ার কারণ।