Sajiye Gujiye De More Lyrics in Bangla by Saif Zohan
Song: Sajiye Gujiye De More
Singer: Saif Zohan
Lyrics: Nasir Ahmed Opu
Tune: Nasir Ahmed Opu
Music: Shovon Roy
Label: Saif Zohan
সাজিয়ে গুজিয়ে দে মোরে লিরিক্স বাংলা by সাইফ জোহান
Sajiye Gujiye De More Bangla Song Lyrics. সাজিয়ে গুজিয়ে দে মোরে(Sajiye Gujiye De More)- is sung by Saif Zohan. Music Composed by Shovon Roy. This song has lyrics by Nasir Ahmed Opu. The song ‘ Sajiye Gujiye de More’ has been published on Saif Zohan Youtube channel. I hope so would love to hear the song. If any of you need News, Bengali Lyrics, Tech, Educational News, Motivation Quotes, Shayari,you can easily get in this Website Status – Top Thing BD.
Sajiye Gujiye De More Song Lyrics in Bangla
সাজিয়ে গুজিয়ে দে মোরে,,
সজনী তোরা,,
সাজিয়ে গুজিয়ে দে মোরে।।
সাজিয়ে গুজিয়ে দে মোরে,,
সজনী তোরা,,
সাজিয়ে গুজিয়ে দে মোরে।।
বড়ই পাতা গরম জলে
শুয়াইয়া মঁসারির তলে,
বড়ই পাতা গরম জলে,,,
এত রঙীন এত কাপড়,,,
এতো জমি এতো বাড়ি,,
বড়ই পাতা গরম জলে
শুয়াইয়া মঁসারির তলে,
আতর গোলাপ চন্দন মেখে দে,
সজনী তোরা,,
সাজিয়ে গুজিয়ে দে মোরে।।
সাজিয়ে গুজিয়ে দে মোরে,,
সজনী তোরা,,
সাজিয়ে গুজিয়ে দে মোরে।।
এত রঙীন এত কাপড়
কিছুই ভালো লাগেনা মোর
এত রঙীন এত কাপড়
কিছুই ভালো লাগেনা মোর,
সাদা কাপড় আমায় পড়াই দে,
সজনী তোরা,,
সাজিয়ে গুজিয়ে দে মোরে।।
সাজিয়ে গুজিয়ে দে মোরে,,
সজনী তোরা,,
সাজিয়ে গুজিয়ে দে মোরে।।
সাজিয়ে গুজিয়ে দে মোরে,,
সজনী তোরা,,
সাজিয়ে গুজিয়ে দে মোরে।।
এতো জমি এতো বাড়ি
আমি কি সহিতে পারি,
এতো জমি এতো বাড়ি
আমি কি সহিতে পারি ,
বাঁশের দোলায় আমায় তোলে দে,
সজনী তোরা..
সাজিয়ে গুজিয়ে,দে মোরে।।
সাজিয়ে গুজিয়ে দে মোরে,,
সজনী তোরা,,
সাজিয়ে গুজিয়ে দে মোরে।।
সাজিয়ে গুজিয়ে দে মোরে,,
সজনী তোরা,,
সাজিয়ে গুজিয়ে দে মোরে।।