Savage ভাইয়ের কোপাশামসু টুর্নামেন্টে কার সাথে কার খেলা পড়লো?
Savage ভাইয়ের কোপাশামসু টুর্নামেন্টে কার সাথে কার খেলা পড়লো? |
আমরা যারা ফ্রি ফায়ার খেলি তারা নিশ্চয়ই জানি যে আমাদের কমিউনিটির অন্যতম ইউটিউবার savage 420 নতুন একটা টুর্নামেন্ট আয়োজন করেছেন। যেটাতে থাকবেন দেশের অন্যান্য সব বড় বড় গেমিং ক্রিয়েটররা। Savage420 এই টুর্নামেন্টের নামকরণ করেছেন কোপা সামসু টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের মধ্যে অংশ গ্রহণ করবে অনেকেই যাদের ভিডিও আমরা প্রতিনিয়ত দেখে যায়। মেয়ে বলুন ছেলে বলুন সবাই থাকবে এটিতে। Savage এর এই টুর্নামেন্টে দল খেলবে ২৪ টি। তো ২৪ জন ইউটিউবার তাদের নিজিস্ব দল নিয়ে খেলতে আসবেন। যার যার স্কয়াড রেডি থাকবে। ইউটিউবার সহ সাথে আরও তিনজন থাকবে এই টুর্নামেন্টটিতে। শুনেই তো বুঝা যাচ্ছে এটি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এখন এই ব্লগটিতে আমরা দেখবো কার সাথে কার খেলা পড়েছে।
খেলা ফিক্সড করার জন্য savage ভাই বেশ ভালো একটা পদ্ধতি নিয়েছিল। লটারির মাধ্যমে তিনি খেলাটি ফেলিয়েছেন। ওনি যখন খেলা গুলো ফিক্সড করছিলেন তখন তার সাথে অনেক বিরক্তিকর ব্যপার ঘঠেছে। কারণ তিনি দুইটা বিড়াল দ্বারা লটারি গুলো উঠানোর সিদ্ধান্ত নেয়। এর জন্য তিনি লটারি গুলো নিচে রেখে এটির উপর ছুটকি মাছ দিয়ে রাখছে। তো বিড়াল গুলো উপর থেকে যেই ছুটকিটা নিবে তখন সেই প্লেয়ারের খেলা ফালাবে। এইভাবে বেশ ভালোই চলছিলো কিন্তু চার পাচটা তুলার পর বিড়াল গুলোও ফাজলামে শুরু করলো। এরপর আর কী savage ভাই নিজের লটারি নিজেই তুললো। এইভাবে ২৪ টা টিমের খেলা ফেলিয়েছেন তিনি।
কারা কারা থাকবে এই টুর্নামেন্টটিতে?
Savage 420 এর সেই কোপা সামসু টুর্নামেন্টটিতে দল অংশ গ্রহণ করেছে ২৪ জন। আর এই ২৪ জনের মধ্যে সবাই পপুলার গেমিং ইউটিউবার। এমনকি এই টুর্নামেন্টে থাকবেন savage ভাই নিজে। তো চলুন দেখে নেই সেই ২৪ জন প্লেয়ার কারা কারা?
১. Itz Kabbo
২. Savage 420
৩. Roasted Gaming YT
৪. Xadikul Gaming
৫. HTC Empire
৬. Chironex YT
৭. Sadia Gaming
৮. Zara Gaming
৯. Xannat Gaming
১০. Kazi Orpa
১১. Fiza Gaming
১২. Ashiq YT
১৩. Robin The Noob
১৪. Ziku Vai
১৫. I’M SHOJIB
১৬. Sadik FF
১৭. Jewel The Noob Gamer
১৮. Gaming With Zihad
১৯. Mayra FF
২০. Bristy Gaming
২১. Flame R
২২. Gaming With Talha
২৩. ADVANCE GAMING
২৪. 2F Lol Gamer
এই ২৪ জন কে নিয়ে শুরু হবে এই টুর্নামেন্টটি। অনেকেই হয়তো বলতেছেন এখানে তো সবাইকে নেওয়া হয়নি। অনেক ইউটিউবার বাদ পড়ে গেছেন। হ্যা আসলেই অনেকেই বাদ পড়ে গেছে এখান থেকে। যেমন: Mr Triple R, Illusionist yt, Gaming Shakib, Roman FF, Mama Gaming আরও অনেকেই। তো এখানে কিছু করার ছিলো না savage ভাইয়ের। কারণ তিনি সবাইকেই এই টুর্নামেন্ট এর দাওয়াত দিয়েছে। কিন্তু এদের মধ্যে মাত্র ২৪ জন রাজি হয়েছে। বাকি গুলো রাজি হয়নাই দেখে ওদের নেওয়া হয়নাই। Savage ভাই নিজে তার ভিডিওতে বলেছেন সবাইকেই রিকুয়েস্ট দিছিলো কিন্তু তারা কাজ কর্মের ব্যস্ততা দেখিয়ে অংশ নেয় নাই এই টুর্নামেন্টে। Mr Triple R তাদের মধ্যে অন্যতম।
কোপা সামসু টুর্নামেন্টে কার সাথে কার খেলা পড়লো?
Savage 420 এর আয়োজিত ফ্রি ফায়ারের কোপা সামসু টুর্নামেন্টের মধ্যে যে যার সাথে খেলবে তা নিম্মরূপ দেওয়া হলো।
- Savage420 বনাম Sadik FF
- I’M SHOJIB বনাম Ziku Vai
- Xannat Gaming বনাম Gaming With Zihad
- Xadikul Gamer বনাম Itz Kabbo
- Mayra FF বনাম HTC Empire
- Kazi Orpa বনাম Bristy Gaming
- Roasted Gaming YT বনাম Sadiya Gaming
- Fiza Gaming বনাম Jewel The Noob Gamer
- Robin The Noob বনাম Flame R
- Advance Gaming বনাম Gaming With Talha
- 2F Lol Gamer বনাম Chironex YT
- Zara Gaming বনাম Ashiq YT
একেকটা থেকে একেকটা টিম কিছু বলা যাচ্ছে না কে জিতবে। কিন্তু এটা ভাবা যায় যে অনেক মজা হবে এই টুর্নামেন্ট টা থেকে।
তো বন্ধুরা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন।