Tomar Preme Jadu Ase (তোমার প্রেমে যাদু আছে) Bangla song lyrics||বাংলা নতুন গান লিরিক্স |Salma new bangla Song
About Song
এই গানটির নাম Tomar Preme Jadu Ase। গানটি গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পি Salma। এটি পাবলিশ হয়েছে Monokobi Music চ্যানেলটিতে। আমি এই গানের কথাগুলো সেখান থেকেই নিয়ে লিখেছি। তার এই গানটি যেই চ্যানেলে আপলোড করেছে সেই চ্যানেলটির নাম হচ্ছে মনোকবি মিউজিক – Monokobi Music । আমি আমার এই সাইটটিতে এই গানটির লিরিক্স লিখেছি কবিতা আকারে আপনারা খুব সহজেই পড়তে পারবেন। আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সবার সাথে।
Tomar Preme Jadu Ase (তোমার প্রেমে যাদু আছে) Bangla song lyrics||বাংলা নতুন গান লিরিক্স |Salma new bangla Song
Song Details
Singer : Salma
Lyrics : Joynal Abedin
Tune : Rohan Raj
Music : Joynal Abedin
Album : Tomar Preme Jadu Ache
Label : Monkobi Music
Cast : Salma
Movie Name : N/A
Tomar Preme Jadu Ase (তোমার প্রেমে যাদু আছে) Bangla song lyrics||বাংলা নতুন গান লিরিক্স |Salma new bangla Song
Lyrics in Bangla
তোমার প্রেমে যাদু আছে
আছে মহা মায়া
তোমার প্রেমে যাদু আছে
আছে মহা মায়া
তোমার সূরে বাসে করে খেলা
আমায় নিয়ে সারাবেলা
আমায় নিয়ে সারাবেলা
তোমার প্রেমে যাদু আছে
আছে মহা মায়া
তোমার প্রেমে যাদু আছে
আছে মহা মায়া
তোমার সূরে বাসে করে খেলা
আমায় নিয়ে সারাবেলা
আমায় নিয়ে সারাবেলা
তুমি প্রেম সাগরে আমায় ডুবালে
মায়ার জলে আমায় ভাসালে
তুমি প্রেম সাগরে আমায় ডুবালে
মায়ার জলে আমায় ভাসালে
আহা প্রেমের যাদু আমায় শেখালে
রুপ সাগরে আমায় ভাসালে
আহা প্রেমের যাদু আমায় শেখালে
রুপ সাগরে আমায় ভাসালে
তোমার সূরে বাসে করে খেলা
আমায় নিয়ে সারাবেলা
আমায় নিয়ে সারাবেলা
তোমার রুপের নেশায় আমায় রাঙালে
প্রেমের জোয়ারে আমায় ভাসালে
তোমার রুপের নেশায় আমায় রাঙালে
প্রেমের জোয়ারে আমায় ভাসালে
আহা প্রেমের যাদু আমায় শেখালে
রুপ সাগরে আমায় ভাসালে
আহা প্রেমের যাদু আমায় শেখালে
রুপ সাগরে আমায় ভাসালে
তোমার সূরে বাসে করে খেলা
আমায় নিয়ে সারাবেলা
আমায় নিয়ে সারাবেলা