What is Web Design? ওয়েব ডিজাইন কী? সম্পূর্ণ ধরাণা একটি পোষ্টে

What is web design

 

ওয়েব ডিজাইন কি?

বর্তমানে ইন্টারনেটে মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট রয়েছে। বিভিন্ন কারণে একজন ব্যক্তি অথবা কোম্পানি তাদের ওয়েবসাইট তৈরি করে। তবে ডোমেইন হোস্টিং থাকলেই একটি ওয়েবসাইট তৈরি হয়ে যায় না। ওয়েবসাইটের প্রয়োজন একটি সুন্দর ইউজার ফ্রেন্ডলি ডিজাইন। বর্তমানে ওয়েব ডিজাইনের প্রচুর চাহিদা। মার্কেটিং এর ক্ষেত্রে ওয়েবসাইট অনেক ভুমিকা পালন করে। একটি বড় কোম্পানির ওয়েবসাইট না থাকলেই না হয়। তবে ওয়েবসাইট থাকলেই হবে না সেই ওয়েবসাইট ডিজাইন করতে হবে। ওয়েব ডিজাইন বলতে বোঝায় একটি ওয়েবসাইটের ইন্টারফেস কেমন হবে তা নির্ধারণ করা। 

আজ আমাদের এই আর্টিকেলে আমরা আলোচনা করবো ওয়েব ডিজাইন কেনো শিখবেন এবং ওয়েব ডিজাইন করে কিভাবে অনলাইনে আয় করবেন।

ওয়েব ডিজাইন কেনো শিখবেন?

যেমনি ওয়েবসাইট হোক না কেনো তার ডিজাইন ভালো হলে অর্গানিক ভিজিটর পাওয়ার সম্ভাবনা বাড়ে। তাই যাদের ওয়েবসাইট আছে তারা বিভিন্ন ধরনের ওয়েব ডিজাইনার খোঁজে। তবে একজন ওয়েব ডিজাইনার হওয়া মোটেও সহজ বিষয় নয়। হয়তো আপনি মনে করছেন ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পার্থক্য নেই। ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আকাশ পাতাল তফাত।

গ্রাফিক্স ডিজাইন এর ক্ষেত্রে ফটো, লোগো, থাম্বনেইল, ভিডিও ইত্যাদি ডিজাইন করতে হয়। ওয়েব ডিজাইনের ক্ষেত্রেও আপনাকে এগুলো করতে হবে কিন্তু প্রধান কাজটি হলো কোডিং। হ্যা ওয়েব ডিজাইন করার জন্য কোডিং সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। অর্থাৎ একজন ওয়েব ডিজাইনার কে গ্রাফিক্স ডিজাইনারের পাশাপাশি একজন ওয়েব ডেভেলপার হতে হয়। তাই একজন ওয়েব ডিজাইনার হওয়া মোটেও সহজ বিষয় নয়। 

ওয়েব ডিজাইন করতে হলে আপনাকে অবশ্যই HTML, css, php, JavaScript ইত্যাদি কোডিং জানতে হবে যা কোনো সহজ বিষয় না। তবে ওয়েব ডিজাইন শিখতে পারলে আপনি অনলাইনে প্রচুর টাকা আয় করতে পারবেন। কারন ওয়েব ডিজাইন শিখা যেমন কষ্ট তেমনি এর কদর অনেক বেশি।

কোথায় ওয়েব ডিজাইন শিখবেন?

বর্তমানে প্রচুর অনলাইন কোর্স আছে যার মাধ্যমে আপনি হাতে কলমে ওয়েব ডিজাইন শিখতে পারেন। আপনি মোট দুইটি কোর্স শেষ করতে পারলে একজন দক্ষ ওয়েব ডিজাইনার হতে পারবেন। প্রথমে আপনাকে ব্যাসিক ফটোশপের কাজ জানতে হবে। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ফটোশপ প্রচুর ভুমিকা পালন করে। কারন ভালো ফটোশপ করতে পারলে আপনার ওয়েব অনেক সুন্দর দেখাবে। 

এরপর প্রধান বিষয় হলো কোডিং কোর্স করতে হবে। কোডিং সম্পর্কে যত জ্ঞান থাকবে আপনি তত ভালো ও এবং ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ফটোশপ এবং কোডিং বিষয়ক প্রচুর কোর্স আপনি অনলাইনে পেয়ে যাবেন। সেখান থেকে কোর্স করে আপনি ওয়েব ডিজাইন শিখতে পারেন। প্রত্যেক অনুশীলন করলে ৫-৬ মাসের মধ্যে একজন দক্ষ ওয়েব ডিজাইনার হতে পারবেন।

ওয়েব ডিজাইন করে অনলাইনে আয়।

ওয়েব ডিজাইন কাজ করে সাধারণত চার ভাবে ইনকাম করা যায়। তা নিচে যৌক্তিক ভাবে বিশ্লেষণ দেওয়া হলো।

১. ফ্রিল্যান্সিং করে আয়

ফ্রিল্যান্সিং করে বর্তমানে ওয়েব ডিজাইনের প্রচুর চাহিদা। ফ্রিল্যান্সিং জবের ক্ষেত্রে ওয়েব ডিজাইন অন্যতম। আপনি যদি indeed অথবা naukri.com নামের জনপ্রিয় জব সার্চিং ওয়েবসাইট গুলোতে সার্চ করেন তাহলে দেখবেন ওয়েব ডিজাইন নিয়ে প্রচুর চাকরি রয়েছে। আবার freelancer এবং upwork এর মতো বড় বড় ফ্রিল্যান্সিং প্লাটফর্মেও ওয়েব ডিজাইন নিয়ে প্রচুর কাজ পেয়ে যাবেন। 

ফ্রিল্যান্সিং এর দুনিয়ায় একজন দক্ষ ওয়েব ডিজাইনারের প্রচুর চাহিদা রয়েছে। ওয়েব ডিজাইনার হয়ে আপনি চাইলে মাসে হাজার হাজার টাকা আয় করতে পারেন নিমিষেই। সাধারণত একজন ওয়েব ডিজাইনারকে প্রতি ঘণ্টার জন্য ১৫-২০ ডলার দিতে হয়। অতএব বুঝতেই পারছেন একজন ওয়েব ডিজাইনারের কতো চাহিদা।

২. চাকরী করে আয়

চাকরি করে বর্তমানে আপনি বাস্তব জীবনেও ওয়েব ডিজাইন নিয়ে অনেক চাকরি পেয়ে যাবেন। বর্তমানে একজন ডিজাইনারের মাসিক বেতন প্রায় ৳৫০০০ পর্যন্ত। যদি আপনি দক্ষ হোন তাহলে বেতনের পরিমাণ আরোও বাড়বে। প্রচুর কোম্পানি আছে যাদের ওয়েব ডিজাইনারের দরকার হয়। কারন ভালো মার্কেটিং করতে হলে ওয়েবসাইটের বিকল্প নেই। তাই সাধারণত কোম্পানি গুলো একজন দক্ষ ওয়েব ডিজাইনারকে বেতন রাখে। আপনি যদি দক্ষ ওয়েব ডিজাইনার হয়ে থাকেন তাহলে এরূপ চাকরি করে ইনকাম করতে পারবেন। 

৩. থিম ফরেস্ট এর মাধ্যমে

বর্তমানে themeforest সবথেকে জনপ্রিয় ওয়েবসাইটের থিম বিক্রির ওয়েবসাইট। তবে themeforest এর থিম গুলো তারা নিজে তৈরি করে না। বিভিন্ন ধরনের ওয়েব ডিজাইনার তাদের থিম Themeforest এ ছাড়ে এবং সেই থিমের একটি মুল্য নির্ধারণ করে দেই। এবার যতজন ঐ থিম কিনবে সেই ডিজাইনার তত টাকা পাবে। 

বর্তমানে প্রচুর ওয়েব ডিজাইনার এভাবে লক্ষ লক্ষ টাকা আয় করছে। themeforest একটি মোক্ষম জায়গা কারন এখানে বিভিন্ন ধরনের থিম পাওয়া যায় বিধায় কাস্টমার অনেক বেশি। আপনি একজন হয়ে থাকলে নিজে একটি থিম তৈরি করতে পারেন এবং সেই থিম দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন themeforest এর মাধ্যমে। 

৪. নিজস্ব ওয়েবসাইট থেকে আয় 

আপনি চাইলে নিজস্ব একটি ওয়েবসাইট খুলে আয় করতে পারেন। বর্তমানে ওয়েবসাইট থেকে বিভিন্ন ভাবে ইনকাম করা যায়। আপনার ওয়েবসাইটে প্রচুর ভিজিটর থাকলে গুগল এডসেন্সের বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারবেন। আবার আফিলিয়েট মার্কেটিং, পেইড প্রমোশন, ডেটা বিক্রি ইত্যাদির মাধ্যমে ওয়েবসাইট থেকে প্রচুর টাকা আয় করতে পারবেন। বর্তমানে অনেকে নিজস্ব ওয়েব সাইট খুলে এভাবে লক্ষ লক্ষ টাকা আয় করছে। আর আপনি একজন দক্ষ ওয়েব ডিজাইনার হলে একটি ওয়েবসাইট খুলে সেটি বিক্রি করেও অনলাইনে আয় করতে পারেন। 

উপসংহারঃ

আমাদের শেষ কথা আমরা অনেকে ফ্রিল্যান্সিং শব্দটি শুনেছি। ফ্রিল্যান্সিং জবের মধ্যে ওয়েব ডিজাইন অন্যতম। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে ওয়েব ডিজাইন শিখতে পারেন। শুধু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও বাস্তব জীবনে চাকরির ক্ষেত্রেও ওয়েব ডিজাইনের অনেক চাহিদা। একটি ভালো কোর্স শিখে নিতে পারেন ওয়েব ডিজাইন এবং অনলাইনে হাজার হাজার টাকা আয় করতে পারেন। 

তো আজ আমাদের আর্টিকেল এই পর্যন্তই। আশাকরি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন। তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।

(Visited 72 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *